গাজা স্কুলে হামলা


ইসরাইলের কাছে স্পষ্ট তথ্য চায় যুক্তরাষ্ট্র





ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জনের মৃত্যুর ঘটনায় ইসরাইলের কাছ থেকে আরও বেশি স্বচ্ছতার আশা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, ইসরাইলের দাবি অনুযায়ী তারা ২০ থেকে ৩০ জন জঙ্গিকে নিশানা করে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র ওই জঙ্গিদের নাম প্রকাশ এবং অন্যান্য বিষয় নিয়ে স্পষ্ট তথ্য চেয়েছে। খবর বিবিসির। 


এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর খবর থেকে জানা গেছে, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে গাজায় ইসরাইলি যুদ্ধের ন্যায্যতা তুলে ধরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


স্কুলে হামলার তথ্য দাবি যুক্তরাষ্ট্রের : বিবিসি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের এক স্কুলের উপরের তলার শ্রেণিকক্ষে একটি ইসরাইলি যুদ্ধবিমান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপরদিকে ইসরাইল বলছে, স্কুলটিতে হামাসের একটি কম্পাউন্ড ছিল, সেখানে হামলা চালিয়ে ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়। 


মধ্য গাজার নুসেইরাতে জাতিসংঘের ওই স্কুলে হামাসের একটি লুকানো কমান্ড পোস্ট ছিল; ইসরাইলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দফতরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবেত। হামলায় ইসরাইলে যেসব হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে, তাদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইল অবশ্য নিহত নয়জন হামাস যোদ্ধার নাম প্রকাশ করেছে।


হামাসের লক্ষ্যবস্তুতে নিশানা করে ইসরাইল প্রায়ই সে সব জায়গায় বিমান হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন আহ্বান জানানোর ঘটনা বিরল। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বৃহস্পতিবারের ওই হামলায় ১৪ শিশু নিহত হয়েছে। আর গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৪ শিশু ও ৯ নারীসহ ৪০ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে।


‘ইসরাইল আমাদের জানিয়েছে, ২০ থেকে ৩০ জন জঙ্গিকে তারা টার্গেট করেছে এবং যাদের হত্যা করেছে বলে তারা বিশ্বাস করে তাদের নাম প্রকাশ করবে।’ তারা নাম প্রকাশ করবে বলে জানিয়েছে। আমরা আশা করি, তারা প্রকাশ করবে, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবে।’ বলেন মিলার।

এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামলায় নিহত নয় হামাস ও ইসলামিক জিহাদি যোদ্ধার নাম প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তথ্য যাচাই শেষে আরও চিহ্নিত করা হবে।


গাজা যুদ্ধের ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টায় নেতানিয়াহু : প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন


নেতানিয়াহু তার এক বিবৃতিতে বলেন, ‘কংগ্রেসের উভয় কক্ষের সামনে ইসরাইলের প্রতিনিধিত্ব করার এবং আমেরিকান জনগণ ও বিশ্ব প্রতিনিধিদের কাছে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ন্যায্যতা তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই উৎসাহিত।’


নেতানিয়াহুর সফরটা এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে দূরত্ব।